শেয়ার বিজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে অবকাঠামো ও কর্মসংস্থান খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিপুল অর্থ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে, যা মেটার ভবিষ্যৎ এআই পরিকল্পনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।
মেটা ইতোমধ্যে এআই খাতে বড় মাত্রার বিনিয়োগ শুরু করেছে, যার লক্ষ্য “সুপার ইন্টেলিজেন্স” অর্জন, অর্থাৎ এমন এক পর্যায়ে পৌঁছানো, যেখানে যন্ত্র মানুষের চেয়ে বেশি চিন্তা করতে পারবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান, মেটা ন্যূনতম ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তিনি বলেন, “ভবিষ্যতের চাহিদা পূরণে এখনই বড় পরিসরে সক্ষমতা গড়ে তোলা জরুরি।”
সম্প্রতি মেটা লুইজিয়ানায় তাদের বৃহত্তম ডেটা সেন্টার প্রকল্পের জন্য ২৭ বিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি করেছে এবং টেক্সাসে আরও ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে নতুন কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post