শেয়ার বিজ ডেস্ক : দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২ আগস্ট) স্থানীয় সময় সকালে তিনি লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
আজ রোববার (৩ আগস্ট) দ্য ডন পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। সফরের শুরুতে তিনি লাহোরে জাতির কবি আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর তিনি ইসলামাবাদে যান এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উষ্ণ অভ্যর্থনা লাভ করেন।
সফরে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন পেজেশকিয়ান। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এই সফর এমন সময় হচ্ছে যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি যুক্তরাষ্ট্রে মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের মধ্যস্থতাকারী ভূমিকা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তবে পরে যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে ১২ দিনের সংঘাতের অবসান ঘটে।
আরআর/

Discussion about this post