চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে জাঁকজমক পরিবেশে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এ সময় রঙিন ব্যানার, অলিম্পিক রিংয়ের প্রতীক ও দৌড়বিদদের প্রাণবন্ত চিত্রে সজ্জিত মূল মঞ্চে বেলুন ও একঝাঁক পায়রা উড়ানো হয়; যা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ও রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি মো. সুবক্তগীণ।
প্রধান অতিথি ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন—অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মাসুদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পশ্চিম) মো. ফরিদ উদ্দিন, রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রিন্ট করুন









Discussion about this post