শেয়ার বিজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর পাড় থেকে মরিয়ম আক্তার (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জাফরগঞ্জ এলাকার সাতুরিয়া বেড়িবাঁধের নিচে নদীর কিনার থেকে শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত মরিয়ম ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। এ ঘটনার পর থেকে শিশুটির মা স্মৃতি আক্তার নিখোঁজ রয়েছে। শিশুটির মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে নানা জল্পনা- কল্পনার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে নদীর পাড়ে শিশুটির মরদেহ অর্ধেক পানিতে পড়ে ছিল। এ সময় এলাকাবাসী মরিয়মের লাশ তুলে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার পরে তার মাকে খোঁজ করে পাওয়া যায়নি।
বাবা আব্দুল রাজ্জাক রাতে নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল। দুপুরের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিখোঁজ মায়ের সন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনার নিহত মরিয়মের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।’
এস এস/
প্রিন্ট করুন









Discussion about this post