নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের ৪৭ সিকিউরিটিজ হাউসকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য নতুন সময়সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী আগস্টের মধ্যে সিকিউরিটিজ হাউসগুলোকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করতে হবে। সিকিউরিটিজ হাউসগুলোর পক্ষ থেকে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) অনুরোধ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে বিএসইসি। এ-সংক্রান্ত চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
তথ্যমতে, ডিএসইতে মোট সিকিউরিটিজ হাউস ৩০৯টি, এর মধ্যে নিয়মিত লেনদেন করে ৩০১টি। এর মধ্যে ৪৭টি সিকিউরিটিজ হাউসে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নতুন নির্দেশনা মেনে ৪৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ৩১টিকে জুলাইয়ের মধ্যে ৭টি, ১৫ আগস্টের মধ্যে ১০টি, ৩১ আগস্টের মধ্যে ৩০টি সিকিউরিটিজ হাউসকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করতে হবে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সময়সীমা বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৪৭টি ট্রেকহোল্ডার কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সিকিউরিটিজ হাউসগুলোতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন হলে পুঁজিবাজারে স্বচ্ছতা-জবাবদিহি বাড়বে। সিডিবিএলে রক্ষিত শেয়ার বা সিকিউরিটিজের তথ্য ও স্টক ব্রোকারের কাছে রক্ষিত সিকিউরিটিজের তথ্যের মধ্যকার গরমিল কমবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন গণমাধ্যমকে বলেন, ‘সিকিউরিটিজ হাউসগুলোর স্বার্থ বিবেচনা করে বিভিন্ন মেয়াদে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময় বাড়িয়েছে বিএসইসি। হাইসগুলোকে এ সময়ের মধ্যেই অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়ন করতে হবে।’
এর আগে বিএসইসির কমিশন সভায় ৩০ এপ্রিল সিকিউরিটিজ হাউসগুলোকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নে দুই মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ডিএসইকে চিঠি দেয় সিকিউরিটিজ হাইসগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন ডিবিএ।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নে সময়সীমা শেষের পথে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাচ্ছি। প্যানেলভুক্ত সফটওয়্যার বিক্রেতাদের সীমিত সম্পদের কারণে তারা সব সিকিউরিটিজ হাউসকে একযোগে সফটওয়্যার বাস্তবায়নে সহায়তা প্রদান করতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেইসঙ্গে সাম্প্রতিক ঈদ ও অন্য সরকারি ছুটিরকারণে কার্যক্রমের অগ্রগতি বিলম্বিত হয়েছে। এ কারণে বিএসইসির নির্দেশ অনুসারে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার সফল ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন সহজ করতে সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর অনুরোধ করছি।
ডিবিএ’র চিঠির পরিপ্রেক্ষিতে ওই দিনই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে সময় বাড়ানোর প্রস্তাব পাঠায় ডিএসই। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই সময় বাড়াল বিএসইসি। এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে সংশ্লিষ্টরা।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শেয়ার বিজকে বলেন, ‘৪৭টি সিকিউরিটিজ হাউসকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার পরিপূর্ণভাবে বাস্তবায়নে বিএসইসি নতুন করে সময় বাড়িয়েছে। সফটওয়্যার বাস্তবায়নের অগ্রগতি অনুযায়ী সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। সিকিউরিটিজ হাউসগুলোর স্বার্থ বিবেচনা করে ডিবিএর অনুরোধ রাখায় বিএসইসির প্রতি কৃতজ্ঞতা। আশা করছি, এ সময়ের মধ্যে বিষয়টি সুরাহা হবে।’

Discussion about this post