নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (২৫ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে উভয় বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম হ্রাস পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও শেষদিকে তা পতনে রূপ নিচ্ছে। রোববার সকালে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু করলেও বেলা ১১টা ২০ মিনিটের পর থেকে সূচক পতনমুখী হয়ে পড়ে এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ পয়েন্টে।
ডিএসইতে এ দিন মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
এ দিন ডিএসইতে মোট ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫৩৬ কোটি ১২ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮২১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৪ হাজার ২৪৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট কমে ৮৬৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৩৬ পয়েন্টে।
সিএসইতে মোট ১৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
এ দিন সিএসইতে মোট ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ১৩ লাখ টাকা।
প্রিন্ট করুন






Discussion about this post