নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্যাংকের আধুনিক ও বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে হাসপাতালের বিল কালেকশন ও আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষতা ও গতিশীলতা আসবে।
একই সঙ্গে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর সকল কর্মকর্তা-কর্মচারী ও কার্ড হোল্ডাররা ফেমাস স্পেশালাইজড হাসপাতালে বিশেষ ছাড় ও বিভিন্ন সুবিধা উপভোগ করবেন।
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমানুল্লাহ আমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদুল হক ও বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইন, প্রিন্সিপাল অফিসার আশফাকুর রহমান এবং হাসপাতালের ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ, নির্বাহী পরিচালক ফারহানা শারমিন জেবাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে কর্পোরেট গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রিন্ট করুন











Discussion about this post