নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন নির্বাচনে যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং যারা ভোটার, তাদের নিয়োগপ্রাপ্তির পর অনতিবিলম্বে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এতে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে সময়মতো ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও অংশগ্রহণমূলক করবে। বিশেষ করে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের জন্য এটি একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রিন্ট করুন




Discussion about this post