শেয়ার বিজ ডেস্ক: কভিড-১৯ মহামারি শুরুর তিন বছর পর নতুন এক উপধরন এক্সবিবি.১.৫ উদ্বেগ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে। এর প্রভাবে দেশটিতে সংক্রমণ বাড়ছে। এ উপধরনের সংক্রমণ ধরা পড়েছে যুক্তরাজ্যেও। খবর: বিবিসি।
মহামারির মধ্যে ২০২১ সালের শেষের দিকে বিশ্বে উদ্বেগ ছড়িয়েছিল ওমিক্রন ধরন। ওমিক্রনের নতুন উপধরন এই এক্সবিবি.১.৫। ওমিক্রন শনাক্ত হওয়ার পর সেটি সংক্রমণের গতিতে করোনভাইরাসের আলফা, বেটা, গামা ও ডেল্টা ধরনকে ছাড়িয়ে গিয়েছিল। সেইসঙ্গে অনেক উপধরনও জন্ম দিয়েছে ওমিক্রন।
ওমিক্রনের অন্যান্য ধরনে আক্রান্তদের শরীরে যেসব লক্ষণ দেখা গেছে, সেসব উপসর্গ নতুন এক্সবিবি.১.৫-এর সংক্রমণেও রয়েছে বলে মনে করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর লক্ষণ ঠাণ্ডা জ্বরের মতো। করোনাভাইরাসের এক্সবিবি ধরন থেকে বিকশিত হয়েছে এক্সবিবি.১.৫।
যুক্তরাষ্ট্রে এখন যত কভিড সংক্রমণ হচ্ছে, তার ৪০ শতাংশ এক্সবিবি.১.৫ উপধরনের কারণে হচ্ছে। সে হিসেবে এ ধরনটিই এখন সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে। গত ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে চার শতাংশ সংক্রমণের কারণ ছিল এই এক্সবিবি.১.৫। বোঝা যাচ্ছে, নতুন এ ধরন খুব দ্রুত ওমিক্রমনের অন্যান্য ধরনকে ছাড়িয়ে যাচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক সপ্তাহে কভিড হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। এ পরিস্থিতিতে সরকার ফের গণ কভিড পরীক্ষা চালু করেছে।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে সংক্রমণ ছড়িয়েছিল এক্সবিবি। এবার এক্সবিবি.১.৫ উপধরনের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ওয়েন্ডি বারক্লে বলেন, এক্সবিবি.১.৫ উপধরনেরও এফ৪৮৬পি নামে মিউটেশন রয়েছে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে কোষকে আক্রান্ত করার শক্তি ফিরে পায়। ফলে সহজে এটি ছড়ায়। মিউটেশনের এ ধারা বা ক্রমবিকাশ ‘স্টেপিং স্টোন’-এর মতো, অর্থাৎ শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা উপেক্ষা করার নতুন পথ খুঁজে ধাপে ধাপে এটা বিকাশ লাভ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত দেখা অন্যান্য উপধরনের তুলনায় এক্সবিবি.১.৫ ধরনের ছড়ানোর সুযোগ বেশি। তবে সংস্থাটি এও বলেছে, আগের ওমিক্রন ধরনের তুলনায় এটি আরও গুরুতর বা ক্ষতিকর হবে কি না, সেরকম কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।