বঙ্গমাতার জন্ম দিনে শেখ রাসেল ক্রীড়াচক্রের দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্রীড়াচক্র কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ, ডিরেক্টর অব ফাইন্যান্স ফখরুদ্দিন, পরিচালক মাকসুদুর রহমান, হাবিবুর রহমান খান, মীর মো. শাহাবুদ্দিন টিপু, আবু বকর, আসাদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি