শেয়ার বিজ ডেস্ক: ভূমিকম্পের কারণে তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠনে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার আর্থিক সহায়তা করছে বিশ্বব্যাংক। এজন্য বিশ্বব্যাংক ও তুরস্কের মধ্যে গত শুক্রবার একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ অর্থ দিয়ে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠন করা হবে। খবর: ডেইলি সাবাহ।
তুরস্কের আর্থকোয়াক রিকভারি অ্যান্ড কনস্ট্রাকশন প্রজেক্টের আওতায় স্বাস্থ্যসেবা খাতের পুনরুদ্ধার করা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো এবং গ্রামাঞ্চলের ঘরবাড়ি আবার নির্মাণ করা হবে। এসব স্থাপনা গত ফেব্রুয়ারিতে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং পরেরটি ৭ দশমিক ৬। এই দুই মাত্রার ভূমিকম্প দেশটির ১১টি প্রদেশে আঘাত করে। এতে ৫০ হাজারের বেশি মানুষ মারা যান। ভূমিকম্পের আগে এখানে ১৪ মিলিয়ন বা ১ কোটি ৪০ লাখ মানুষ বসবাস করতেন। কম্পনের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ২৪ দশমিক ১ কিলোমিটার গভীরে। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে হাজারো ঘরবাড়ি ধসে পড়ে। কয়েক লাখ মানুষ বাস্তচ্যুত হন এবং দক্ষিণপূর্বাঞ্চলের অবকাঠামো খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী সম্প্রদায়, অর্থনীতিবিদ এবং সরকার জানিয়েছে, এ অঞ্চলের পুনর্গঠনে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার প্রয়োজন। ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি ডলার) ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
এর আগে বিশ্বব্যাংক গত ২৭ জুন এই অর্থসহায়তার বিষয়টি অনুমোদন করে। এর মধ্যে ২৯৬ দশমিক ৫ মিলিয়ন বা ২৯ কোটি ৫০ ডলার পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ২৫২ দশমিক ২ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য এবং ৩৮৮ দশমিক ৩ মিলিয়ন বা ৩৮ কোটি ৮০ লাখ ডলার ইলার ব্যাংকের (ইলব্যাংক) প্রকল্পগুলোর জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ১৮ বছরের মধ্যে এই ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী মেহমেত সিমসেক বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সহায়তার মাধ্যমে আমরা এই অঞ্চলের পুনর্গঠন দ্রুতগতিতে সম্পন্ন করতে পারব। আশা করি সুদিন ফিরে আসবে।
এর আগে গত মাসে ইউরোপের উন্নয়ন ব্যাংক জানায়, তারা তুরস্কে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আরও ১০৯ মিলিয়ন বা ১০ কোটি ৯০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে। ভূমিকম্পের কারণে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী ক্ষতিতে পড়েছেন, তাদের জন্য এ অর্থ সহায়তা বরাদ্দ করা হয়েছে। এই সহায়তার অর্থ পাঠানো হবে তুরস্কের বাণিজ্যিক ব্যাংক ইজব্যাংকে। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি) তুরস্কে দুর্যোগ প্রশমনে কাজ করছে। এর অংশ হিসেবে ইজব্যাংককে ভূমিকম্পের পরপর অন্তর্ভুক্ত করে ইবিআরডি।
প্রসঙ্গত, তুরস্কে ১৯৯৯ সালে ভয়াবহ এক ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর ‘ভূমিকম্প ট্যাক্স’ আরোপ করে সরকার। বলা হয়েছিল, এমন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলে সেই ট্যাক্সের অর্থ খরচ করে উদ্ধারকাজ চালানো হবে এবং পুনর্গঠনে ব্যয় করা হবে। বর্তমানে এ ট্যাক্স বাবদ তোলা ৮৪ বিলিয়ন তার্কিস লিরা (৪ দশমিক ৭ বিলিয়ন ডলার) সরকারি কোষাগারে জমা। এ অর্থ খরচ করে দুর্যোগ প্রতিরোধী কার্যক্রম ও জরুরি পরিষেবার অবকাঠামো নির্মাণের কথা ছিল।