প্রতিনিধি, বান্দরবান : ‘নিজ চোখে, নিজ ভূমিতে’ শিরোনামে দৃকের আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষের ছবি নিয়ে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে বান্দরবানের কয়েকজন আলোকচিত্রীর তোলা ১৯০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত দুর্লভ কিছু ছবি। গত মঙ্গলবার বিকালে এ অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ১৬ মে পর্যন্ত।
প্রদর্শনীতে স্থান পেয়েছে বান্দরবানে বিভিন্ন জনপদের আট আদিবাসী শৌখিন আলোকচিত্রীদের বাছাইকৃত ১০৩টি দুর্লভ ছবি। আলোকচিত্রীরা হলেনÑমংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চথুই প্রু মারমা, নুশৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই ও মংবোওয়াচিং মারমা।
উদ্বোধনী আয়োজনে বান্দরবানের সব আলোকচিত্রীকে অভিনন্দন জানিয়েছেন দৃকের প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। তিনি বলেন, ইতিহাস থেকে ফিরে আসা এ ছবিগুলো যেন একেকটি উপাখ্যান। বহু বছর আগে যে পথে আপনারা হেঁটে এসেছেন এবং আপনাদের সেই স্মৃতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। নিজেদের তোলা ছবি সযত্নে আগলে রাখার জন্য শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। দীর্ঘদিন পর বান্দরবানে ছবির প্রদর্শনীর আয়োজন হওয়ায় দর্শনার্থীদের ভিড় জমেছে।
বিভিন্ন শ্রেণি-পেশার ও বয়সের মানুষের উপস্থিতিতে জমে উঠেছে এই প্রদর্শনী।