শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শহরগুলোয় গত ছয় মাসে ন্যাশনাল গার্ড ও ফেডারেল বাহিনী মোতায়েনের পেছনে মার্কিন করদাতাদের প্রায় ৪৯ কোটি ৬০ লাখ ডলার ব্যয় হয়েছে। কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) সামপ্রতিক এক প্রতিবেদনে এই বিপুল ব্যয়ের তথ্য উঠে এসেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান এবং অপরাধ দমনের অজুহাতে ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন শহরে এই বাহিনী মোতায়েন করেন, যা নিয়ে বর্তমানে দেশজুড়ে তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে।
সিবিওর তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, মেমফিস, পোর্টল্যান্ড ও শিকাগোর মতো শহরগুলোয় এই অভিযান চালানো হয়। লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করা হয়েছিল।
অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে অপরাধ ও গৃহহীনতা মোকাবিলা এবং মেমফিসে জননিরাপত্তার কারণ দেখিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েন রাখা হয়েছে। এছাড়া ফেডারেল ভবন রক্ষার নামে পোর্টল্যান্ড ও শিকাগোতে বিতর্কিত অভিযান চালানো হয়, যার বেশ কিছু পরে আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায়।
বছরের শেষ দিকে নিউ অরলিন্সেও অঙ্গরাজ্যের সম্মতিতে জননিরাপত্তা নিশ্চিতে বাহিনী মোতায়েন করা হয়। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, প্রতিজন সেনার জন্য প্রতিদিন গড়ে ২৬০ ডলার ব্যয় হয়েছে, যার মধ্যে তাদের বেতন, ভাতা, আবাসন, খাবার এবং যাতায়াত খরচ অন্তর্ভুক্ত।
বর্তমান গতিধারা অব্যাহত থাকলে ২০২৬ সালে এই ব্যয়ের পরিমাণ মাসে ৯ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর দেশজুড়ে যে বিক্ষোভ হয়েছিল, বর্তমান মোতায়েন সেই সময়কার ব্যপ্তিকে ছাড়িয়ে গেছে, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটিক সিনেটর জেফ মার্কলি। তিনি এই উদ্যোগকে করদাতাদের অর্থের অপব্যবহার এবং বেআইনি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।
যদিও আইনি জটিলতার কারণে লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও পোর্টল্যান্ডে গত ডিসেম্বরের মধ্যে অভিযান শেষ হয়েছে, তবে রাজধানী ওয়াশিংটন ডিসি ও মেমফিসে এখনো মোতায়েন বজায় রয়েছে। সিবিও জানিয়েছে, এই হিসাবের মধ্যে শুধু সামরিক মোতায়েন ও অপারেশনাল খরচ ধরা হয়েছে; অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বা অন্যান্য ফেডারেল সংস্থার বাজেট এর অন্তর্ভুক্ত নয়।
প্রিন্ট করুন





Discussion about this post